কিশোরগঞ্জ জেলার ভৌগোলিক পরিচিতি
হাওর-বাওর ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ন জনপদ হলো কিশোরগঞ্জ জেলা। ২৪০০২/থেকে ২৪০৩৮/ উত্তর অক্ষাংশ এবং ৯০০০২/ থেকে ৯১০১৩/পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। নরসুন্দা নদী বিধৌত এ জেলার উত্তরে ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ, দক্ষিণে নরসিংদী, পূর্বে হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া এবং পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ জেলা অবস্থিত। এ জেলার স্থলভাগ ২.৪৭৪ বর্গ কিলোমিটার এবং জলভাগ ৮৩ বর্গ কিলোমিটার। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সমগ্র অঞ্চল এবং তাড়াইল, নিকলী, বাজিতপুর ও ভৈরব উপজেলার আংশিক এলাকা নিয়ে হাওড় অঞ্চল গঠিত। এ জেলায় ব্রহ্মপুত্র নদ, মেঘনা, ধনু, ঘোড়াউত্রা, বাউলাই, নরসুন্দা, মগরা, বারুনী, চিনাই, সিংগুয়া, সূতী, আড়িয়ালখাঁ, ফুলেশ্বরী, সোয়াইজানী,কালী নদী কুলা নদী ইত্যাদি নদীসহ আরো ছোট ছোট নদী জালের মতো ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ হাওড় এলাকা জুড়ে।