আমিরগঞ্জ ইউনিয়নের ইতিহাস
কথিত আছে বহুকাল আগে অত্র ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামে কয়েকজন আমির শ্রেনীর লো্ক প্রথম বসবাস শুরু করে। আমির নাম থেকেই আমিরগঞ্জ নামটি আসে বলে ধারনা করা হয়। আড়িয়ালখাঁ নদী্র তী্রে এটি একটি ছোট্র গ্রাম। এ গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম হয় আমিরগঞ্জ। আমিরগঞ্জ ইউনিয়নে একটি রেল স্টেশন রয়েছে। এটির নামও আমিরগঞ্জ স্টেশন। এ স্টেশনের পাশে রয়েছে একটি বাজার যা আগে আমিরগঞ্জ ও হাসনাবাদ বাজার নামে পরিচিত ছিল । বর্তমানে হাসনাবাদ বাজার নামেই সমদিক প্রসিদ্ধ। এক সময় এ বাজারে সারাদেশ থেকে পাইকাররা তাঁতের কাপড় কিনতে আসত। তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা প্রভৃতির জন্য বিখ্যাত ছিল এই বাজার। এ ইউনিয়নে রয়েছে নিকট অতী্তের স্বাক্ষী বহনকারী কয়েকটি স্থাপনা। তার মধ্যে আমিরগঞ্জের বড় বাড়ি, রহিমাবাদ ঐতিহাসিক লাল ঘর ও আটকান্দি কুটিবাড়ী মসজিদ উল্লেখযোগ্য।