রায়পুরা উপজেলার দর্শনীয় স্থান

নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
পান্থশালা ঢাকা থেকে বাসে বারৈচা এসে নামতে হবে। তারপর বারৈচা থেকে সিএনজি যোগে রায়পুরা বাজার আসতে হবে, সাধারণত ২০ টাকা ভাড়া । তারপর রিকশা বা অটো বা সরাসরি সিএনজি যোগে পান্থাশালা যাওয়া যায়, সেখানে ১০ টাকা ভাড়া লাগবে। সাধারণত ঢাকা থেকে চলনবিল, বাদশা, উত্তরা পরিবহণ, বি আর টি সি, অনন্যা ইত্যাদি বাস বারৈচা থেমে থাকে। আবার ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে মেথিকান্দা ষ্টেশন এসে নামতে হবে। তারপর অটো বা রিকশা যোগে রায়পুরা বাজার আসতে হবে। তারপর রিকশা বা অটো বা সরাসরি সিএনজি যোগে পান্থশালা যাওয়া যায়, সেখানে ১০ টাকা ভাড়া লাগবে। বিশেষ করে তিতাস, কর্ণফুলী ও ঈশাখা ট্রেন মেথিকান্দা ষ্টেশনে থেমে থাকে। এটি রায়পুরা উপজেলার দক্ষিণ পাশ্বে অবস্থিত।