নারায়ণগঞ্জে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র সমূহ
প্রাচ্যের ডান্ডি নামে খ্যত নারায়ণগঞ্জ জেলার পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, পানাম নগর, বিবি মরিয়মের মাজার, স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারীর আশ্রমসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে এ জেলায়।
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সর্বদক্ষিন এলাকার পূর্ব, পশ্চিম এবং দক্ষিন দিকে যথাক্রমে মেঘনা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী দ্বারাবেষ্টিত। তিন নদীর মিলনাস্থলটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত। তিন নদীর মিলনাস্থলে বিস্তীর্ন চরভূমি রয়েছে যার পরিমান প্রায় ১৫০ একর। এ বিস্তীর্ন চরভূমির উন্নয়ন করে এখানে হোটেল, মোটেল, কটেজ, হেলথ ক্লাব, টেনিস গ্রাউন্ড, সুইমিং পুল, আন্তর্জাতিক মানের সন্মেলন কেন্দ্র এবং রিভার ক্রুজসহ পাঁচতারা হোটেল নির্মান করা হলে দেশ-বিদেশের প্রচুর পর্যটক আকৃষ্ট হবে।উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় ছোটবড় প্রায় ৩০০০টি শিল্প কারখানা রয়েছে । এজেলায় বিদেশী বায়ার , কুটনীতিক ও দেশ বিদেশী বিনিয়োগকারীগন প্রায়শ সফর করেন। এখানে অত্যাধুনিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে বিদেশী পর্যটক যেমন আকৃষ্ট হবেন তেমনি নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী জেলার জনগনের বিনোদনের বিশাল সুযোগ হবে। ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে।