মুন্সীগঞ্জের উপজেলা ও ইউনিয়ন

মুন্সীগঞ্জের জেলায় মোট ৬ টি উপজেলা রয়েছে। শ্রীনগর,  সিরাজদিখান, লৌহজং, টংগীবাড়ী, গজারিয়া ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নিয়ে মুন্সীগঞ্জ জেলা অবস্থিত।  মুন্সীগঞ্জ জেলার ৬ টি উপজেলার মধ্যে ৬৭ টি ইউনিয়ন রয়েছে।

উপজেলা ভিত্তিক মুন্সীগঞ্জের ৬৭ ইউনিয়ন:

                                      মুন্সীগঞ্জ সদর উপজেলা:
১. শিলই ইউনিয়ন। ২. আধারা ইউনিয়ন ।
৩. বাংলাবাজার ইউনিয়ন। ৪. পঞ্চসার ইউনিয়ন।
৫. রামপাল ইউনিয়ন। ৬. বজ্রযোগীনি ইউনিয়ন।
৭. চরকেওয়ার ইউনিয়ন। ৮. মোল্লাকান্দি ইউনিয়ন।
৯. মহাকালি ইউনিয়ন।

                                        টঙ্গীবাড়ী উপজেলাঃ
১) ধীপুর ইউনিয়ন। ২) পাঁচগাও ইউনিয়ন।
৩) কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন। ৪) সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন।
৫) বেতকা ইউনিয়ন। ৬) আব্দুল্লাপুর ইউনিয়ন।
৭) যশলং ইউনিয়ন। ৮) কামারখাড়া ইউনিয়ন।
৯) দিঘিরপাড় ইউনিয়ন। ১০) হাসাইল-বানারী ইউনিয়ন।
১১) আউটশাহী ইউনিয়ন। ১২) আড়িয়ল-বালিগাও ইউনিয়ন।

                                         শ্রীনগর উপজেলাঃ
১) শ্রীনগর ইউনিয়ন। ২) শ্যামসিদ্ধি ইউনিয়ন।
৩) ষোলঘর ইউনিয়ন। ৪) কুকুটিয়া ইউনিয়ন।
৫) তন্তর ইউনিয়ন। ৬) আটপাড়া ইউনিয়ন।
৭) রাঢ়িখাল ইউনিয়ন। ৮) ভাগ্যকুল ইউনিয়ন।
৯) বাঘড়া ইউনিয়ন। ১০) কোলাপাড়া ইউনিয়ন।
১১) পাটাভোগ ইউনিয়ন। ১২) হাসাড়া ইউনিয়ন।
১৩) বীরতারা ইউনিয়ন। ১৪) বাড়ৈখালী ইউনিয়ন।

                                        লৌহজং উপজেলাঃ
১) মেদেনীমন্ডল ইউনিয়ন। ২) খিদিরপাড়া ইউনিয়ন।
৩) ঘোলতলী ইউনিয়ন। ৪) কলমা ইউনিয়ন।
৫) গাওদিয়া ইউনিয়ন। ৬) বেজগাঁও ইউনিয়ন।
৭) কনকসার ইউনিয়ন। ৮) তেউটিয়া ইউনিয়ন।
৯) কুমারভোগ ইউনিয়ন। ১০) হলদিয়া ইউনিয়ন।

গজারিয়া উপজেলাঃ

১) টেঙ্গারচর ইউনিয়ন। ২) বালুয়াকান্দি ইউনিয়ন।
৩) ভবেরচর ইউনিয়ন। ৪) বাউশিয়া ইউনিয়ন।
৫) গজারিয়া ইউনিয়ন। ৬) হোসেন্দি ইউনিয়ন।
৭) ইমামপুর ইউনিয়ন। ৮) গুয়াগাছিয়া ইউনিয়ন।

                                       সিরাজদিখান উপজেলাঃ
১) চিত্রকোট ইউনিয়ন। ২) শেখর নগর ইউনিয়ন।
৩) রাজানগর ইউনিয়ন। ৪) কেয়াইন ইউনিয়ন।
৫) ভাসাইল ইউনিয়ন। ৬) রশুনিয়া ইউনিয়ন।
৭) লতব্দি ইউনিয়ন। ৮) বালুচর ইউনিয়ন।
৯) ইছাপুর ইউনিয়ন। ১০) বয়রাগাদি ইউনিয়ন।
১১) মালখানগর ইউনিয়ন। ১২) মধ্যপাড়া ইউনিয়ন।
১৩) জৈনসার ইউনিয়ন। ১৪) কোলা ইউনিয়ন।