গুলিতে নিহত ২ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমানায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে তারা।
মঙ্গলবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের পর লাশ দুটি বিএসএফ ফিরিয়ে দেয় বলে জানান নওগাঁ-৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান।
নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার বেদপুর গ্রামের হুকমত আলীর ছেলে শাহজাহান আলী ভুটু (৩৫) এবং চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জোবদুল হক ভাদু (৩৪)।
রোববার রাতে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে ২০০ গজ দূরে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এই দুই বাংলাদেশি মারা যান। সোমবার বিকালে বিজিবি ও বিএসএফের একটি যৌথদল ঘটনাস্থল পরিদর্শন করে।
সেনা কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর পিলারের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠকের পর বিজিবির কাছে লাশ দুটি হস্তান্তর করে বিএসএফ।
পরে বিজিবি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে বলে তিনি জানান।