মওদুদকে গুলশানের বাড়ী ছাড়তে হবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর গুলশানের একটি বাড়ি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টর মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের নামে মিউটেশন (নামজারি) করার জন্য দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের করা আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই বাড়ি নিয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাটিও বাতিল করে দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
আর মওদুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, কামরুল ইসলাম সিদ্দিকী ও মাহবুবউদ্দিন খোকন। মওদুদ নিজেও শুনানিতে অংশ নেন।
মিউটেশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল হওয়ায় বাড়িটি আর তাদের দখলে থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবেব আলম। তবে এ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন ব্যারিস্টার মওদুদ আহমদ।