অবশেষে বাংলাদেশী বংশোদ্ভূদ মার্গারিটা মামুন রিদম জিম্যানাস্টিক্সে স্বর্ন পেল
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশী বংশোদ্ভূদ মার্গারিটা মামুন অলিম্পিক রিদমিক জিম্যানাস্টিক্সের একক অল রাউন্ড ইবেন্টে স্বর্ন পদক জিতেছেন।সোনা জিততে মামুন পেছনে ফেলেন ফেভারিট ও তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানাকুদ্রিয়াভৎসেভাকে।
জয়ের পর মামুন সাংবাদিকদের জানান। এ জয় বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের।খেলা শুরুর পূ্র্বে ভাষ্যকার মামুনকে বেঙ্গল টাইগার বলে উপস্থাপন করেন।উল্লেখ্য রিদমিক জিম্যানাস্টিক্সে গত কয়েক বছর যাবৎ আলোরন সৃস্টিকারী মামুনকে রাশিয়াতে বেঙ্গল টাইগার বলে ডাকা হয়।
মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী রিটার বাবা আবদুল্লাহ আল মামুন রাজশাহীর পুটিয়ার সন্তান। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন।তার মায়ের হাত ধরেই এই খেলায় হাতেখড়ি তার।তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট।