মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির কারণেই রোহিঙ্গা সমস্যা-অং সান সুচি
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গা বিষয় নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন নিয়ে কোন মন্তব্য করছেন না তিনি। এদিকে তার নোবেল ফেরত নেয়ার জন্যও পিটিশন চলছে। এমন সময় সুচি জানালেন, মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সমস্যার জন্য দায়ী।
তিনি বলেন, আন্তর্জাতিক মহল এই বিষয়টি নিয়ে তাদের ‘নেতি বাচক দৃষ্টিভঙ্গি’ প্রদান করার কারনে অভ্যন্তরিন ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা তার পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছে। অং সান সুচি আরো বলেন, সামরিক বাহিনীর ওপর আক্রমণের কারণে এই হামলা শুরু হয়। আর সরকার রোহিঙ্গাদের দায়ী করছে সামরিক বাহিনীর ওপর হামলার জন্য।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিগত এক মাসে ৮৬ জন রোহিঙ্গা মারা গেছে এবং মৃত্যু ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১০ হাজার জন। চীন-মিয়ানমার সীমান্ত দিয়ে চীনে পালিয়ে গেছে ৩৫০০ জনের বেশি রোহিঙ্গা যাদের অধিকাংশ আহত ছিল। সুচি এ ঘটনার জন্য আন্তর্জাতিক মহলকে দায়ী করেন। তিনি রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বিষয়ে বেসামাল বক্তব্য দিয়ে চলেছেন।