জেনে রাখুন কে এই মেলানিয়া ট্রাম্প

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া ট্রাম্প যাত্রা  শুরু করলেন। মেলানিয়া নির্বাচনী প্রচারের সময় স্বামী ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন । শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর পোশাক এবং আচার–ব্যবহারে ছিল বৈচিত্র। সোশ্যাল মিডিয়ায় হেনস্থার বিরুদ্ধে লড়তে বদ্ধপরিকর তিনি তা ফার্স্ট লেডির ভূমিকায় নেমেই জানিয়ে দিয়েছেন। Melania Trump

যুগোশ্লভিয়া থেকে হোয়াইট হাউসে আসা নব্য মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে বিশদে জেনে নিন
 প্রাক্তন প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামসের স্ত্রী লুইসিয়া অ্যাডামসের পর মেলানিয়াই প্রথম ফার্স্টলেডি, যিনি আমেরিকায় জন্মগ্রহণ করেননি। লুইসিয়া অ্যাডামসের জন্ম ব্রিটেনে। ‌আর ১৯৭০ সালে মেলানিয়ার জন্ম যুগোস্লোভিয়ায়।
 তার আসল নাম মেলাঞ্জিয়া নাভস। বাবার নাম ভিক্টর নাভস। তিনি সাম্যবাদী নেতা ও একজন মোটর সাইকেল ব্যবসায়ী। তার মার নাম আমালিজা নাভস। তিনি বাচ্চাদের পোশাক তৈরি করতেন।
 স্লোভেনিয়ান, ইংরাজি, ফরাসি, সার্বিযান এবং জার্মান— পাঁচটি ভাষায় কথা বলতে পারেন মেলানিয়া।
 ১৯৯৮ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০০৫ সালে ফ্লোরিডার পাম বিচে বিয়ে সারেন ট্রাম্পের ৩য় স্ত্রী হিসাবে। তাঁদের সন্তান ব্যারনের জন্ম হয় ২০০৬ সালে।
 মেলানিয়া ট্রাম্পের প্রথম পক্ষের ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রের থেকে মাত্র ৮ বছরের বড়।
 অভিবাসী হিসেবে তিনি আমেরিকায় পা এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি অনুমতি মেলার আগেই ১০টি সংস্থার হয়ে মডেলিং করার চুক্তি সই করেন।
 তিনি গ্রিন কার্ড পান ২০০১ সালের মার্চ মাসে। ২০০৬ সালে পান মার্কিন নাগরিকত্ব।
 ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার মেলানিয়া ‘‌হার্পারস বাজার,’‌ ‘ভ্যানিটি ফেয়ার,’‌–এর মতো পত্রিকার কভারে দেখা দিয়েছেন। ব্রিটিশ পত্রিকা ‘‌জিকিউ’‌–এর জন্য নগ্ন ফটোশ্যুটও করেছিলেন।
 তাঁর গয়না ও ত্বক পরিচর্চা সামগ্রীর ব্যবসা রয়েছে।
 অপছন্দ করেন ডোনাল্ড ট্রাম্পের টুইট করা।

Melania Trump2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *