যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ে নিহত ১৮, ব্যপক ক্ষয়-ক্ষতি
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে বয়ে যাওয়া তীব্র ঝড়ে ১৮ জন নিহত ও ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন কুক, ব্রুকস ও বেরিয়েন কাউন্টিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যালিফর্নিয়া রাজ্যে ব্যপক বৃষ্টিপাত হয়েছে। পাণিতে রাস্তাঘাট ডুবে যায়।
লসএঞ্জেলসও ঝড়ের খবর পাওয়া গেছে। এই ঝড়ে ১২২টির বেশি মোবাইল হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জরুরি বিভাগ সেখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ করছে। খবরঃএবিসি নিউজ