উত্তরায় স্কুলছাত্র খুনের ঘটনায়’ ৮ কিশোর গ্রেফতার
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গত ৬ই জানুয়ারী রাজধানীর উত্তরার স্কুলছাত্র আদনান কবীর খুনের ঘটনায় র্যাব দুইটি কিশোর ‘গ্যাংয়ের’ দলনেতাসহ আটজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। র্যাবের পক্ষ থেকে বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক এসএমএস বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
অভিযানে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তাদের গ্রেফতার করা হয় আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি। উল্লেখ্য গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরায় আদনান খুন হয়। সে উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।