মুন্সীগঞ্জে পুলিশের ‘ক্রসফায়ারে’ ২২ মামলার আসামি সাহজালাল মিজি নিহত
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত হয়েছে। তিনি ২২ মামলার পলাতক আসামী ছিলেন। সোমবার ভোর রাতে শহরের বৈখরে গোলাগুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়।
আজ ভোর ৪টার সময় আহত পুলিশের এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহেব মিয়া (২৫) ও পায়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সোহরাব হোসেনকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টা চাইনিজ কুড়ালসহ আরো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
জানা যায় মুন্সীগঞ্জ শহর থেকে রবিবার বিকালে তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে পৌরসভাধীন বৈখরে অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে গোলাগুলি হয়। পরে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে শাহজালালের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়।