জাপান সাগরে উত্তর কোরিয়ার ৪টি পারমানবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর কোরিয়া নতুন করে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা যায়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন প্রায় ১ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ক্ষেপণাস্ত্রগুলি জাপানের অর্থনৈতিক সমুদ্রাঞ্চলে পড়েছে। তিনি মনে করেন এটি জাপানের জন্য নতুন হুমকি।
দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার টোংচাং-রি অঞ্চল থেকে। ক্ষেপণাস্ত্রগুলো কি ধরণের ছিল তা এখনো জানা যায়নি। উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাদের পরমাণু ও মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ। উত্তর কোরিয়া ইতিমধ্য এমন আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরী করেছে যা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত হানতে সক্ষম।