কুমিল্লার চান্দিনায় বোমাসহ দুই জেএমবি সদস্য আটক
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
হাইওয়ে পুলিশ কুমিল্লার চান্দিনা থেকে দুই জেএমবি সদস্যকে আটক করেছে। এরা হলেন জসিম (২২) ও হাসান (২৪)। এদের কাছ থেকে দুটি বোমা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
আজ সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকা থেকে জসিমকে গুলিবিদ্ধ ও অপরজনকে আহত অবস্থায় আটক করা হয়। হাসান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা। জসিমের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় সন্দেহজনক গতির কারণে শ্যামলী পরিবহণের একটি বাস পুলিশ ধাওয়া করে। তখন যাত্রীবেশী দুই জেএমবি সদস্য বাস থেকে ‘আল্লাহু আকবার ধ্বনি’ দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে। এ অবস্থায় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় ২৪ রাউন্ড গুলি ছুড়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করতে সমর্থ হয় পুলিশ।