ভারতীয় বংশোদ্ভুত কানাডীয়কে কানাডা সীমান্ত দিয়ে আমেরিকা প্রবেশে বাধা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারতীয় বংশোদ্ভুত এক কানাডীয় মহিলাকে কানাডা থেকে আমেরিকা প্রবেশ করতে দিল না আমেরিকার সীমান্ত রক্ষীরা। সীমান্তে ৬ ঘন্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত মনপ্রীত কুনার নামের ঐ কানাডিয়ান মহিলা ফিরে গেলেন। তার আঙ্গুলের ছাপ নেওয়া, ছবি তোলা এবং দীর্ঘ সময় জেরা করার পরও প্রবেশাধিকার পেলেন না ঐ মহিলা।

Monprit kunar

৩৯ বছরের মনপ্রীত কানাডার নাগরিক। থাকেন মন্ট্রিলে। রবিবার কুইবেক-ভারমন্ট সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকতে যান তিনি। তিনি অভিযোগ করেন, ৬ ঘণ্টা ধরে তাঁর আঙুলের ছাপ নেওয়া হয়, ছবি তোলা এবং নানা প্রশ্নও করা হয়। শেষ পর্যন্ত তাকে বলা হয়, আমেরিকায় ঢুকতে গেলে ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা আনতে হবে। এমনিতে কানাডার নাগরিকদের আমেরিকায় প্রবেশে ভিসার প্রয়োজন নেই। কুনারের সঙ্গে থাকা তার দুই শ্বেতাঙ্গ সঙ্গীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাঁর ক্ষেত্রে কেন অন্য নিয়ম?‌ উত্তর নেই। ধারনা করা হচ্ছে ট্রাম্পের কট্ট্রর অভিবাসী নীতির কারনেই এমনটি হয়েছে। খবরঃআজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *