ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় ১১ সৈন্য নিহত
ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় ১১ সৈন্য নিহত হয়েছে। বেশ কয়েকজন সৈন্য আহতও হয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ছত্তিশগড়ের সুকমায় সৈন্যরা ভেজ্জি ও কুট্টাচেরুর সংযোগ রাস্তা খুলতে গেলে মাওবাদীরা অতর্কিতে সৈন্যদের ওপর গুলি চালায়। এ সময় ১১ জন সৈন্য নিহত ও ২ জন আহত হয়। মাওবাদীরা এই হত্যাযজ্ঞ চালিয়ে সৈনিকদের অস্ত্রগুলিও নিয়ে যায়। সৈন্যদের ব্যবহৃত ওয়াটকি সেটও খুজে পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির হুশিয়ারী দিয়েছেন রাজনাথ সিং। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা ছলছে।