মৌলভীবাজারের এক বাড়িতে অভিযানের সময় তুমুল গোলাগুলি
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল রাত থেকে ঘিরে রাখা মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটিতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা ৬টার কিছু পর ফতেহপুরের বাড়িটিতে এই অভিযান শুরু করা হয়। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট অভিযানের নেতৃত্বে রয়েছে বলে জানা যায়।
সেখানকার স্থানীয়রা ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্যাপক গুলির শব্দ পান তারা। জানা যায় আনুমানিক ৩০০ রাউন্ডের মত গুলি হয়েছে। তারপর গুলির মাত্রা কমে যায়। সহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে এই জঙ্গি আস্তানাটি। এটি একটি টিন সেইড বিল্ডিং বিশিষ্ট।
স্থানীয় সূত্র থেকে জানা যায় দুই মাস আগে সন্দেহভাজনরা বাড়িটিতে বাড়াটিয়া হিসাবে উঠে। এলাকাবাসী জানায়, বাড়িটিতে দুজন পুরুষ, একজন মহিলা ও একটি শিশু বাস করে। অপরদিকে পুলিশ শহরের বরহাটেও ভোর থেকে আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে। দুটি বাড়িরই আশপাশে ১৪৪ ধারা জারি আছে। উল্লেখ্য একই ব্যক্তি দুটি বাড়িরই মালিক। বাড়িওয়ালা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন।