লন্ডনে ফের নাশকতার আশঙ্কা
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনে ফের জঙ্গি হামলার আশঙ্কা করছে সেখানকার কর্তৃপক্ষ। জঙ্গিরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিমানবন্দরে যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে বলে জানিয়েছে বিট্রেনের গোয়েন্দা সংস্থা। ঝুকিপূর্ন এলাকাগুলোতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। বিশেষ চেকিং চলছে একাধিক জায়গায়।
গোয়েন্দাদের দাবি আইসিস বা অন্য কোনও জঙ্গি সংগঠন ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে নাশকতা চালানোর ছক কষছে। তাই বিমানবন্দর চত্ত্বরে ল্যাপটপ মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারি করেছে সিংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারী, বেসরকারী কাজে কিংবা ব্যবসা-বানিজ্য অথবা ভ্রমন করতে অধিক সংখ্যক লোক লন্ডনে যান বিভিন্ন দেশ থেকে। তাঁদের প্রায় প্রত্যেকের সঙ্গেই থাকে ল্যাপটপ ও মোবাইল ফোন। নয়া নির্দেশিকার জেরে সমস্যায় পড়েছেন তাঁরা।
গোয়েন্দাদের দাবি, ইন্টারনেট হ্যাক করে সমস্ত সিকিউরিটি চেকিং বিকল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। গোয়েন্দারা দাবি করছেন সাইবার ক্রাইমই এবার জঙ্গিদের মূল অস্ত্র। উল্লেখ্য কয়েকদিন আগে জঙ্গি হামলায় ব্রিটেনের পার্লামেন্ট চত্ত্বরে ৩ জন নিহত হয়েছে। নিহত ৩ জনের মধ্য একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সে সময় এ ঘটনার দায় স্বীকার করে আইএস।