জঙ্গলে বানরের সাথে বসবাস করতো এমন একটি মেয়েকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের পুলিশ এমন একটি মেয়েকে জংগল থেকে উদ্ধার করেছে যে বানরের সাথে জংগলেই বসবাস করত। তারা আনুমানিক ৮ থেকে ১০ বছরের এই মেয়েটিকে উত্তর প্রদেশের এক অরণ্যে খুঁজে পায়। মেয়েটিকে উদ্ধার করার পর ঐ এলাকার আশেপাশে নিখোঁজ শিশুদের সম্পর্কে খোঁজ-খবর করছে পুলিশ।
মেয়েটি কোন কথা বলে না, শুধু বানরের মতো কিচির-মিচির করে বলে ডাক্তাররা জানাচ্ছেন। কয়েক সপ্তাহ আগে একদল বানরের মধ্য পাশের গ্রামবাসীরা পুরোপুরি নগ্ন অবস্থায় তাকে দখতে পায়। সে অপুষ্টিতে ভুগছিল এবং তার দেহে বেশ কয়েক জায়গায় ক্ষত ছিল। উদ্ধার করার সময় সে একদল বানরের সাথে খেলছিল। বানররা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। উদ্ধার করার পর মেয়েটির নাম রাখা হয়েছে বন দুর্গা। চিকিসার জন্য তাকে হসপিটালে পাঠানো হয়েছে। মেয়েটি ঠিক কত দিন ধরে বনে বসবাস করেছে সে সম্পর্কে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। সূত্রঃবিবিসি
তবে