বগুড়ার শেরপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত, ৩০ জন আহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহতদের মধ্য রয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়াঘাট এলাকার মোজাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), একই উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিম (৪৫) ও সাইদূর রহমানের ছেলে তারেক (২৭)।
বগুড়া-ঢাকা মহাসড়কে রবিবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ৩০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা থেকে ছেড়ে আসা নিউ সাফা স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি শেরপুর উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজারে পৌঁছালে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাককে ওভারটেকিং করার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর বাসটি উল্টে মহাসড়কের পশ্চিমপাশে একটি খাদে পড়ে যায়। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল।