ঝিনাইদহের পোড়াহাটির জঙ্গি আস্তানা থেকে ১৭ কন্টেইনার বিস্ফোরক উদ্ধার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এ পর্যন্ত ১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও জানা যায় দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী  জানিয়েছে, বাড়িটির ভেতরে কোনো জঙ্গি সদস্য নাই।
শনিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ২০০ পুলিশ সদস্য নিয়ে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকার চারিদিকে ঘিরে রেখেছেন। পুলিশের কাউন্টার টেরোরিজমের একটি দল বাড়ির ভেতরে ১৭টা কন্টেইনার পেয়েছেন। কন্টেইনারগুলির গায়ে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ লেখা আছে। কিন্তু এর ভেতরে আসলেই কি আছে তা পরীক্ষা ছাড়া বলা যাবে না বলে তারা জানিয়েছেন। ১৫টি জিহাদী বইও উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে।
বাড়ির মালিক আবদুল্লাহ (৩২) জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। পাচ বছর আগে তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লার বাড়িটি ঘিরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *