এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩টি শিক্ষা প্রতিষ্টানের কেউই পাস করতে পারেনি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। গত বছর কেউই পাস করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যা ছিল ৫৩টি। এবছর তার সংখ্যা বেড়েছে ৪০টি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫। জিপিএ ৫ প্রাপ্তের মোট সংখ্যা এক লক্ষ ৪ হাজার ৭৬১ জন।
এ বছর ঢাকা, কুমিল্লা, যশোর ও বরিশাল বোর্ডে দুটি করে, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি বলে জানা যায়। মাদ্রাসা বোর্ডের অধীনে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।