আপন জুয়েলার্সের বিভিন্ন শাখা থেকে ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার আটক
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আপন জুয়েলার্সের বিভিন্ন শাখা থেকে শুল্ক গোয়েন্দারা ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার ৬১ গ্রাম হীরার গহনা জব্দ করেছে। রবিবার স্বর্ণ ও রত্ন সংগ্রহের তথ্যে অস্বচ্ছতা এবং মালিকের ‘অবৈধ সম্পদের’ অনুসন্ধানের অংশ হিসেবেই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই অভিযান চালায়।
গতকাল রবিবার সকাল ১১টার সময় রাজধানীর বিভিন্ন স্থানে আপন জুয়েলার্সের ৫টি বিক্রয় কেন্দ্রে একযোগে এ অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। গোয়েন্দারা জানান অভিযানকারী দলের প্রাথমিক অনুসন্ধানে আপন জুয়েলার্সের সব শাখা কর্তৃক উপস্থাপিত দলিলাদির সঙ্গে পাওয়া সোনার গরমিল পাওয়া গেছে। এদিকে দুপুরে অভিযানের পর গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের শোরুমটি বন্ধ করে দেয়া হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক দীপা রানী হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি শাখার চারটি থেকে মোট ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরা ‘আটক’ করা হয়েছে। যার সর্বমোট মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা। আর আটক স্বর্ণালঙ্কার শুল্ক আইনের বিধান অনুসারে প্রতিষ্ঠানগুলোর জিম্মায় রাখা হয়েছে, তবে তারা তা বিক্রি করতে পারবেন না বলে জানানো হয়। আর এসমস্ত স্বর্ণালঙ্কারের কাগজপত্র যাচাই বাচাই করে কোন অনিয়ম প্রমানিত হইলে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে চোরাচালান ও মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান হয়।