রাঙ্গামাটির লংগদুর গোলাছড়িতে সন্ত্রাসী আস্তানায় সেনা অভিযান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সেনাবাহিনী রাঙ্গামাটির লংগদুর সদর ইউনিয়নের গোলাছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদ, ইউপিডিএফ এর বই সহ বিপুল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত গোলাছড়ি এলাকায় সেনাবাহিনী এ অভিযান চালায়।
এ অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে ২ টি একে ৪৭ রাইফেল, ২টি চাইনিজ রাইফেল, ১৫২ রাউন্ড গুলি, ৪ টি ম্যাগজিন, ৮ টি ইউনিফর্ম, চাঁদার রশিদ, ইউপিডিএফের বিভিন্ন নথিপত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে ইউপিডিএফ এর একটি সশস্ত্র গ্রুপ সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য গোলাছড়ির একটি আস্তানায় অবস্থান করছে। তারপরই সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। তবে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।