মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক হিসেবে ৫১৫ বাংলাদেশী আটক
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ান অভিবাসন বিভাগ সে দেশে থাকা অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দিনেই ১ হাজার ৩৫ জনকে আটক করেছে। তবে আটককৃত ১ হাজার ৩৫ জনের মধ্যে ৫১৫ জন বাংলাদেশী। অথাৎ অর্ধেকই বাংলাদেশী শ্রমিক।
সাময়িক বৈধতার জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের জন্য আবেদন করার সময়সীমা শেষ হয় শুক্রবার। তার পরেই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বড় ধরনের অভিযানে নামে। ১ হাজার ৩৫ জন অবৈধ বিদেশী শ্রমিকের পাশাপাশি ১৬ জন স্থানীয় নিয়োগকারীকেও আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশজুড়ে ১৫৫টি স্থানে অভিযান চালানো হয়। ৩ হাজার ৩৯৩ জন সন্দেহভাজন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ১ হাজার ৩৫ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়।