সিরিয়ার রাজধানী দামেস্কে আত্নঘাতী হামলায় নিহত ১৯
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার রাজধানী দামেস্কে এক ভয়াবহ আত্নঘাতী গাড়ি বোমা হামলায় ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তিনজন সন্দেহভাজন গাড়ী বোমা হামলাকারী শহরের মধ্যে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে দুইটি গাড়ী থামাতে সক্ষম হয়। কিন্তু তৃতীয় গাড়ীটির চালক তাহরির স্কোয়ারে প্রবেশ করলে পুলিশ তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। ঠিক সে সময়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের আরও বলা হচ্ছে রমজান মাস শেষে প্রথম কর্মদিবসে একটা জনাকীর্ণ এলাকায় হামলাকারীদের হামলার লক্ষ্যস্থল ছিল। সন্ত্রাসীদের এই বোমা হামলায় বেসামরিক লোক হতাহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্টী স্বীকার করেনি। উল্লেখ্য ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৩ লক্ষ লোক নিহত হয়েছে।