চীনের বিতর্কিত সমুদ্রসীমায় মার্কিন রনতরী, চীনের হুশিয়ারী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল মার্কিন রণতরী ইউএসএস স্টেথেম। প্রায় ১২ নটিকাল মাইল বা ভূমিতে ২২ কিলোমিটার পেরিয়ে জাইশা দ্বীপপুঞ্জের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছে যায় রনতরীটি। অত্যন্ত ক্ষুব্ধ চীন এটাকে সামরিক প্ররোচনা বলেই মনে করছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লু কাং আমেরিকাকে হুশিয়ার করে বলেছেন, মার্কিন রণতরীকে সতর্ক করতে তাঁরাও রণতরী এবং যুদ্ধবিমান পাঠিয়েছেন সেখানে। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, জাইশা দ্বীপপুঞ্জ চীনের নিজস্ব জলসীমান্তর মধ্যে পড়ে। আর সেখানে কোনও বিদেশি জাহাজ বা বিমান ঢুকে পড়লে তা চীনের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে লঙ্ঘন করারই সামিল। আমেরিকা আইন লঙ্ঘন করে চীনের জলসীমায় প্রবেশ করেছে। তাই নিজেদের আত্মরক্ষার্থে চীন সব রকম ব্যবস্থাই নেবে।