সরকার ১৬ হাজার চালের মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে : খাদ্যমন্ত্রী

চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে চালের দাম বাড়ানোর অপরাদে ষোল হাজার মিল মালিককে চিহ্নিত করে কালতালিকাভুক্ত করেছে সরকার। আজ চাল আমদানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিন বছরের জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। কালো তালিকাভুক্ত কোন মিলারের কাছ থেকে সরকার চাল ক্রয় করবে না।

খাদ্যমন্ত্রী জানান, হাওড় অঞ্চলে অকাল বন্যা দেখা দেওয়ার পর থেকেই অসাধু মিল মালিকরা চাল মজুদ করতে থাকে। যার ফলশ্রুতিতে চালের বাজারে অস্থিরতা দেখা দেয়। বাজারে চালের মূল্য বৃদ্ধির একমাত্র কারণও অবৈধ মজুদ। তিনি বলেন, চালের আমদানি শুল্ক কমানোর পর ইতোমধ্যে ভারত থেকে বেসরকারি উদ্যোগে ৮৪ হাজার টন চাল এসে পৌঁছেছে। ভিয়েতনাম থেকেও ২০ হাজার টন চাল চট্টগ্রাম বহির্নোঙরে এসে পৌঁছেছে। এ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও পর্যাপ্ত পরিমান চাল সরকারী ও বেসরকারীভাবে আমদানী প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *