আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ী থেকে ৪ জঙ্গির আত্নসমর্পন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ী থেকে ৪ জঙ্গি র্যাবের কাছে আত্নসমর্পন করেছে। গতকাল মধ্যরাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকার চৌরাবালি এলাকায় টিন-শেড ওই বাড়িটিকে ঘেরাও করে রাখে র্যাব সদস্যরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছেন, সাড়ে বারটার দিকে বাড়ির ভেতর থেকে প্রথমে একজন সাড়া দিয়ে বেরিয়ে আসে। এরপর তার মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করা হয়। পরে একে একে চারজনই বেরিয়ে আসেন। অভিযানের সময় আশেপাশের বাড়ী ঘর থেকে সাধারন মানুষকে সরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে বোমা নিষ্ক্রীয়কারী দল বাড়িটিতে প্রবেশ করার কথা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করেছে।