চিকনগুনিয়া নিধনে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে-সাইদ খোকন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, চিকনগুনিয়া নিধনে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৪৫০ কিলোমিটার পয়ঃনিষ্কাশন ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হবে। তিনি বলেন, গাপ্পি মাছ দৈনিক ৫০টি মশার লার্ভা খেতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে মশা নিধনের এই পন্থা গ্রহন করা হয়েছে। এই কার্যক্রমের জন্য গাপ্পি মাছের ১৫ লাখ পোনা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
সাঈদ খোকন আজ রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক’ এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন গাপ্পি মাছ প্রকল্পের কার্মসূচি অব্যাহত থাকবে।