ইন্দোনেশিয়ার বালিতে ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠার আশঙ্কা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
যে কোনও মুহূর্তে ৫০ বছরের ঘুম ভেঙে জেগে উঠতে পারে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট আগুং। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা সংস্থা সোমবার জানিয়েছে, সেই আশঙ্কায় ইতিমধ্যেই কমপক্ষে ৫০,০০০ স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেহেতু আগ্নেয়গিরির আওতার মধ্যে ৬০,০০০ এর অধিক মানুষ বাস করেন তাই সংখ্যাটা আরও বাড়বে। অনেকেই এখনও নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না। ৫০ বছর পর জেগে ওঠার আশঙ্কা জাগিয়ে গত আগস্ট থেকে আগ্নেয়গিরি বিপজ্জনকভাবে কাঁপতে শুরু করলেও এখনও অগ্ন্যুৎপাত শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি, শস্য এবং গবাদি পশুদের চিন্তাও করছেন বলে মনে করছেন বিপর্যয় মোকাবিনা কর্মীরা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত শুক্রবার থেকে আগ্নেয়িগিরির বিস্ফোরণের আশঙ্কা বেড়েছে। তাই সেখানকার প্রশাসন চূড়ান্ত সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের পর্বতের মুখ থেকে ৯ কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে এখনও উপস্থিত রয়েছেন প্রচুর পর্যটক। বালির রাজধানী ডেনপাসারের বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যটকদের সরাতে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে।