বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়ে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে আজ এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে রয়েছে। গত বছর এই ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬।

সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও জার্মানী বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সেরা ৫ এ আছে। এই সূচকে এক ধাপ পিছিয়েছে ভারতের অবস্থান ৪০তম। গতবার ভারতের অবস্থান ছিল ৩৯তম। তবে দক্ষিন এশিয়ার মধ্য সবচেয়ে ভাল অবস্থানে আছে ভারত।  এদিকে কয়েকধাপ এগিয়ে পাকিস্তানের অবস্থান ১১৫তম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *