খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে আদালতের অনুমতি নিতে হবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন।
আদালত এ মামলায় হাজির না হওয়ায় গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো। তখন তিনি লন্ডনে অবস্থান করছিলেন। প্রায় তিন মাস লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে অবস্থানের পর গতকাল বিকালে তিনি ঢাকা ফিরেন। শুনানি শেষে আদালত এক লাখ টাকা মুচলেকায় ও মামলা চলাকালে বিদেশে যেতে হলে আদালতে অনুমতি নিতে হবে এ শর্তে জামিন আবেদন মঞ্জুর করেন।
এই মামলায় খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানী করেন ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারসহ অন্যান্যরা। দুদকের পক্ষে জামিনের বিরধীতা করেন এডভোকেট মোশারফ হোসেন কাজল।