তাড়াহুড়া করে বিয়ে করলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ক্রিকেটার তাসকিন আহমেদ বিয়ে করেছেন অনেকটা তাড়াহুড়ো করেই। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুঞ্জন। হঠাৎ কর কেন তিনি অনারম্বরভাবে বিয়ে করলেন? ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এ নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই ফাস্ট বোলার সবাইকে অবাক করে মঙ্গলবার রাতে ছেলেবেলার বান্ধবী রাবেয়া নাঈমার সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন। তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিলেন বলে জানান তার বাবা এম এ রশিদ। তিনি আরও জানান, তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করে। গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ দল সাউথ আফ্রিকা সফরে সব ফরমেট মিলিয়ে ৭টি ম্যাচ খেলে একটিতেও জয় লাভ করতে পারেনি। এমনকি অধিকাংশ ম্যাচেই সূচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। সেখানে তাসকিনের পারফরমেন্স ছিল আরো খারাপ। তার প্রাপ্তি ছিল শূন্য। তাই পতনমুখী পারফরমেন্সের কারনে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। আর সে জন্যই তিনি তাড়াহুড়া করে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। এমনটিই অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *