সিমান্তের কাছাকাছি হেলিকপ্টার বিধস্ত হয়ে সোদি প্রিন্স নিহত
সৌদি আরবের মনসুর বিন মাকরিন নামের এক যুবরাজ ও তার সফরসঙ্গী বেশ কয়েকজন উচ্চপদস্ত কর্মকর্তা হেলিকপ্টার বিধস্ত হয়ে নিহত হয়েছেন। নিহত যুবরাজ সৌদীর আসির প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। সৌদি আরবের সরকারী সংবাদ মাধ্যম সুত্রে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
নিহত এই যুবরাজ অন্যান্য কর্মকর্তাসহ হেলিকপ্টারে যাওয়ার সময় ইয়েমেন সিমান্তের কাছে হেলিকপ্টারটি বিধস্ত হয়। এই দূূূুর্ঘটনার কারন এখনো জানা যায়নি। হেলিকপ্টারে করে একটি জরিপ চালানো হচ্ছিল।