সিংহ ও বাঘ শাবকসহ প্রাডো গাড়ি আটক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দুটি করে সিংহ ও বাঘ শাবকসহ একটি প্রাডো গাড়ি আটক করা হয়েছে। এগুলি ভারতে পাচার করার উদেশ্যে বহন করা হচ্ছিল। পুলিশ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
আজ সকাল ১১টায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮) ও বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১)। গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ প্রাডো গাড়ীটিকেও জব্দ করেছে।