মাত্র ১৪ মিনিটে বিশ্বের যে কোন প্রান্তে আঘাত আনতে পারবে চীনের হাইপারসনিক বিমান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মাত্র ১৪ মিনিটে বিশ্বের যে কোন প্রান্তে আঘাত আনতে পারবে চীনের তৈরী হাইপারসনিক বিমান। ১৪ মিনিটের মধ্যই পৌছে যাবে আমেরিকার উপকুলে। এটি নিউক্লিয়ার বোমা বহন করতেও সক্ষম হবে। আর এরকমই একটি হাইপারসনিক বিমান তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে চীন।
এই বিমানের গতি হবে আলোর গতির থেকেও ৩৫ গুন বেশী। অথাৎ প্রতি সেকেন্ডে এই বিমানের গতি হবে ১২ কিলোমিটার। এই বিমান তৈরীর সাথে সম্পৃক্ত এক বিজ্ঞানীকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোষ্ট এ তথ্য জানিয়েছে। ২০২০ সালের মধ্যই এই বিমান তৈরীর কাজ শেষ হবে বলে পত্রিকাটি জানিয়েছে। পাশাপাশি বিমানটি পরীক্ষা করার জন্য একটি এয়ার উইন্ড টানেল তৈরীর কাজও এগিয়ে চলছে অতি গোপনে। উল্লেখ্য চীন ইতিমধ্যই শব্দের গতির চেয়ে ৫ গুন ও ১০ গুন গতি সম্পর্ন দুটি বিমান বানিয়ে ফেলেছে। এই বিমানগুলির পরীক্ষামূলক উড্ডয়নও বেশ কয়েকবার হয়ে গেছে।