কিশোরগঞ্জে মাসহ দুই শিশু সন্তানকে হত্যা করেছে এক কলেজ ছাত্র
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কিশোরগঞ্জে এক কলেজ ছাত্র মাসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক আব্দুল কাদির মবিনকে আটক করেছে পুলিশ। বাড়ীর সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (৩০), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)। ঘাতক মবিন মোশাররফ হোসেনকেও কুপিয়ে আহত করেছে। তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল ৭টার সময় তাসলিমা আক্তার রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ঘাতক মবিন এসে তাকে এলোপাতারী কুপাতে থাকে। তার আত্নচিৎকারে স্বামী মোসারফ হোসেন এগিয়ে আসলে তাকেও এলোপাতারী কুপিয়ে আহত করা হয়। তার পর সে শুবার ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় নিলয় ও রাইসাকে কুপিয়ে হত্যা করে। আটক মবিন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র। সম্পর্কে সে মোসারফ হোসেনের ভাতিজা