বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে ঢাকা, কুমিল্লা, রংপুর ও খুলনা
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইট, খুলনা টিটান ও রংপুর রাইডারস। অপর দিকে শেষ চার থেকে ছিটকে পড়েছে সিলেট সিক্সার, রাজশাহী কিংস ও বরিশাল বুলস। ১০ খেলায় ৮ জয় ও ২ পরাজয় নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তার পরেই রয়েছে যথাক্রমে ঢাকা ডাইনামাইটস, খুলনা টিটান ও রংপুর রাইডারস। অপর দিকে ২টি জয় ও ৮টি পরাজয় নিয়ে তালিকার তলানীতে রয়েছে চিটাগাং ভাইকিংস