আফগানিস্তানে ভারতীয় উপমহাদেশের আল কায়দার সেকেন্ড ইন কমান্ড নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানে সাম্প্রতিক অভিযানে আল কায়দার সেকেন্ড ইন কমান্ড ওমর বিন খেতাব নিহত হয়েছে। মার্কিন ও আফগান যৌথ বাহিনীর অভিযানে তিনি নিহত হন। গত কয়েকদিন যাবৎ জঙ্গিদের বিরুদ্ধে চালানো অভিযানে বেশ সফলতা পাচ্ছে যৌথ বাহিনী।
আফগানিস্তান গোয়েন্দা দফতর ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) সূত্রে খবর, যৌথ বাহিনী দুই সপ্তাহ ধরে গজনী, পাখতিয়া ও জাবুল প্রদেশে আকাশ ও স্থলপথে অভিযান চালিয়ে আসছে। গজনী প্রদেশের জিলান জেলায় যৌথ বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে নিহত হয় ওমর-সহ ৮০ জন জঙ্গি।