ছাত্রলীগের স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নাই-ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটিগুলির কার্যকারিতা বাড়াতে হবে। এই কমিটিগুলি আরো সক্রিয় হতে হবে। স্কুল পর্যায়ের কমিটি করে সমালোচনার ক্ষেত্র তৈরী করার দরকার নেই। সামনের বছরটি নির্বাচনের বছর, ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে।
রসিক নির্বাচন সমন্ধে তিনি বলেন, কুমিল্লায় বিএনপি জিতেছে, তাই সেখানে নির্বাচন সুষ্ঠ হয়েছে। আর রংপুরে বিএনপি হেরেছে, ৩য় হয়েছে। তাই বিএনপি বলছে, রংপুরে নির্বাচন সুষ্ঠ হয়নি। আর এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়, কমিশন নিরপেক্ষ নয়। তিনি বলেন, তাহলে নির্বাচন কমিশন বিএনপিকে ৩০০ আসনে জিতিয়ে প্রমান করতে হবে তারা নিরপেক্ষ।