ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীতে ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ফানুসের মাধ্যমে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ইদানিং দেখা যায় এক শ্রেনীর মানুষ নানা অনুষ্টানে ফানুস উড়িয়ে থাকে।এই ফানুসে কেরোসিন তেলের কুপি বা এজাতীয় কিছু ব্যবহার করা হয়। এগুলো জলন্ত অবস্থায় শহরের বিভিন্ন স্থানে পড়ছে। তার থেকে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ফানুস উড়ানো রাজধানীতে নিষিদ্ধ করা হল। এই নিষেদ অমান্য করলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে ডেমপির পক্ষ থেকে জানানো হয়েছে।