বাংলাদেশের ইতিহাসে তেতুলিয়ায় সর্বনিন্ম তাপমাত্রা ২.৬ ডিগ্রী সেলসিয়াস

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশের ইতিহাসে সর্বনিন্ম তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ যাবৎকালে বাংলাদেশের তাপমাত্রা এর নীচে আর কখনো নামে নাই। ইতিপূর্বে সর্বনিন্ম তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৬৮ সালে সিরাজগঞ্জে ২.৮ ডিগ্রী সেলসিয়াস। অপরদিকে রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে ২.৯ ডিগ্রী সেলসিয়াসে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রীর নীচে নেমে এসেছে।

সারা দেশে বইছে প্রবল শৈত্য প্রবাহ। উত্তরের জেলাগুলিতে তীব্র শীতের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ তীব্রশীতের কারনে একদিকে কাজ করতে পারছে না অপরদিকে শীতের কাপড়ের অভাবে প্রচন্ড শীতে কষ্ট করছে। উত্তরাঞ্চলের জেলাগুলিতে শীত নিবারনের জন্য দিনরাত আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করে যাচ্ছে। ঢাকার তাপমাত্রাও ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে নেমে এসেছে। আজ সকাল থেকে ঢাকায় তীব্র শৈত্য প্রবাহ বইছে। যা শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরো ২ দিন থাকতে পারে। এর পরেও বিরতি দিয়ে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *