নরসিংদীর জেলখানা মোরে খালেদা জিয়ার গাড়ী বহরকে জুতা প্রদর্শন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদীর জেলখানা মোরে বেগম খালেদা জিয়ার গাড়ী বহরকে লক্ষ করে জুতা প্রদর্শন করার খবর পাওয়া গেছে। সেখানে মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বীরুর সমর্থকরা ‘নৌকা’ স্লোগান দিয়ে জুতা প্রদর্শন করে।  আজ সকাল ১১ টা ২০ মিনিটে জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় হঠাৎ কিছু লোক নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে নৌকার স্লোগান দিতে থাকে ও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে জুতা প্রদর্শন করে। এ সময় বিক্ষোভ মিছিলের কারনে খালেদা জিয়ার গাড়িবহর বাধা প্রাপ্ত হয়। অল্প সময়ের মধ্য পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পুলিশ প্রহরায় গাড়ি বহর সামনে অগ্রসর হয়। আজ সকালে বেগম খালেদা জিয়া সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করার উদ্দেশ্য ঢাকা থেকে দলীয় নেতা কর্মীসহ সড়ক পথে সিলেটে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *