ফরহাদ হোসেন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের উপনির্বাচনে (নাসির নগর) ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা সংগ্রাম ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাহেদ-সংগ্রাম পরিষদে জিএস পদে নির্বাচন করেছিলেন। এরশাদ বিরুধী আন্দোলনে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজের মালিক ফরহাদ হোসেন সংগ্রাম এক দশকেরও বেশি সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১২ সালে হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। বাবা-মা দুজনই ছিলেন মুক্তিযোদ্ধা। তার বাবা ফকরুল হোসেন স্বাধীন বাংলাদেশে জাতীয় রেডক্রস সোসাইটির প্রথম সেক্রেটারি ছিলেন।