রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত পুলিশ ইন্সপেক্টর জালাল উদ্দিন মারা গেছেন। সোমবার মধ্যরাতে সন্ত্রাসীদের গুলিতে জালাল উদ্দিন আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পীরেরবাগের একটি বাসায় অস্ত্র মজুদ করা হচ্ছে গোপন সুত্রে এ খবর জানতে পেরে পল্লবীর ডিভি পুলিশের একটি দল মধ্যরাতে ওই বাসায় তল্লাসী করতে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। তাতে পুলিশ ইন্সপেক্টর জালাল উদ্দিনের মাথায় একটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ীর পিছন দিয়ে পালিয়ে যায়।