এক সপ্তাহের মধ্য শিশু পার্ক থেকে জিয়ার নাম মুছে যাবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী এক সপ্তাহের মধ্য শিশু পার্ক থেকে জিয়ার নাম মুছে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। নতুন নাম হবে শুধু শিশু পার্ক। পাকবাহিনী ১৯৭১ সালে যে স্থানটিতে আত্নসমর্পন করেছিল সেই স্থানে একটি স্মৃতিস্তম্ব নির্মান করা হবে। শিশু পার্কটিকে কিছুটা অন্যদিকে সরানো হবে ও নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বুধবার পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, “ওই স্থানেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। গণমাধ্যমে জিয়াকে উদ্ধৃত করে বলা হয়েছিল, মুসলমানদের পরাজয়ের কোনো স্মৃতি চিহ্ন রাখতে নেই, তাই ওখানে শিশু পার্ক করা হয়েছে।”