সংসদে প্রতিনিধিত্বকারী সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে-ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চলমান জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলের সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে নির্বাচনকালীন মন্ত্রী পরিষদের আকার ছোট হবে। এই মন্ত্রী পরিষদ গঠনের এক্তিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, গতবার নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আহবান করা হয়েছিল। কিন্ত তারা আসেনি। এবার বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের ব্যপার।