রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না-প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের সাথে চুক্তি হওয়া সত্বেও এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান কোন অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। তিনি বৃহস্পতিবার সফররত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সাথে প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে আলাপকালে এসব কথা বলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত নির্যাতন একটি অপরাধ। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রমাণ উপগ্রহের ছবি ও ভিডিও থেকে পেয়েছেন। রোহিঙ্গা নারীরা এখনো ভীত-সন্ত্রস্ত্র অবস্থায় আছে। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের পক্ষ থেকেও এব্যপারে প্রচারনা ও চাপ থাকা উচিৎ। আসন্ন বর্ষা মৌশমে এই বিপুল সংখ্যক রোহিঙ্গার ব্যবস্থাপনা খুবই চ্যালেঞ্জিং হবে।
প্রধানমন্ত্রী বলেন, দ্রুত রোহিঙ্গাদের চিহ্নিত ও কার্যকরী ব্যবস্থা নিতে ইতিমধ্যেই রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের অস্থায়ী বাসস্থান নির্মাণ কাজ চলছে।